বিকল্প আয়বর্ধনমূলক কর্মসূচীর অংশ হিসেবে জেলেদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরণ করা হয়েছে। ৪ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওয়তায় নিবন্ধিত ২২০জন জেলের মাঝে ১২০টি সেলাই মেশিন ও ১০টি বেড় জাল বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এ সব উপকরণ বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মৎস্য বিভাগের সহকারি পরিচালক আব্দুস সাত্তার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ প্রমূখ।
ড.মহীউদ্দীন খান আলমগীর একই দিন উপজেলার চাংপাড়া গ্রামে ১৭৬টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ ও জুগিচাপড় গ্রামে একটি রাস্তা পাকাকরন ও একটি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করেন।
ছবি ঃ কচুয়া জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply