রাজনৈতিক নেতা তাঁর কর্মকান্ড ,মানুষের প্রতি প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্যে কর্মীদের মনের মাঝে তাঁর ভালবাসা ,তাঁর প্রতি কর্মীর শ্রদ্বা স্থান করে নেয় । বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ইসহাক সিকদারের এক কর্মী বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের অধিবাসী সৌদি প্রবাসী আহাদ মিয়া । যিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক। আহাদ মিয়া তাঁর ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের প্রতি ভালবাসা , দলের প্রতি ভালবাসা ,বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা ,ড.মহীউদ্দীন খান আলমগীরের প্রতি তাঁর হৃদয় নিংড়ানো শ্রদ্বা , বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সিকদারের প্রতি শ্রদ্বা ও মমতা তার ফেসবুকের নিজের ওয়ালে প্রকাশ করে চলছেন প্রায় টানা পাঁচ বছর। আহাদ মিয়া দীর্ঘ সময় ইসহাক সিকদারের প্রচারনা চালিয়ে যাচ্ছেন তাঁর ফেস বুকের লেখার মাধ্যমে। প্রতিটি এলাকার উন্নয়নের কথা , ড.মহীউদ্দীন খান আলমগীরের কচুয়ার প্রতি মমত্ব বোধের কথা ,সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শের কথা লিখে যাচ্ছেন ।তার নিরন্তর প্রচারনা তাকে দেশের প্রতি আনুগত্য করেছে। তার মতে ২০১৩ সালে উপজেলা নির্বাচনের পর অনেকে সুবিাবাদীরা সিকদারের সাথে ছিলেন না । কিন্তু সিকদার মানষকে ভালবেসে তাদের প্রতি দায়বদ্বতার কারনে দু:সময়ে তাদের পাশে ছিলেন বলেই তিনি আবার দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন। বিতারাবাসী অবশ্যই সিকদারকে দ্বিতীয় মেয়াদে ২৮ মে নির্বাচনে নির্বাচিত করে জনগনের কাছে থাকার সুযোগ দিবেন। আহাদ মিয়া তাঁর ফেসবুকের ৩ হাজার বন্ধুর মাধ্যমে সিকদারের সকল কর্মকান্ড অবিরাম ভাবে প্রবকাশ করে চলছেন। তিনি মনে করেন সিকদারের জম্ম উত্তর কচুয়ার মানুষের মঙ্গলের জন্যে।
Leave a Reply