কচুয়ায় ফেইসবুকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তিমূলক ব্যাঙ্গাত্বক ছবি প্রকাশ করায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মে রবিবার উপজেলার বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে ফেইসবুকে কটুক্তিমূলক ব্যাঙ্গাত্বক ছবির নিন্দা ও ঘটনার হোতা জাহাঙ্গীর মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
স্থানীয়রা জানান ,একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আলমগীর হোসেন,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার,ইউনিয়ন ছাত্রলীগের মিয়া মো: জাফর, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ ছাত্রলীগ নেতা জুয়েল,রতন প্রমূখ।
প্রসংগত :সম্প্রতি উত্তর শিবপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্সি তার নিজের নামের ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিভিন্ন রকমের কটুক্তিমূলক ব্যাঙ্গাত্বক ছবি প্রকাশ করেন। ঘটনাটি জানা জানি হলে আওয়ামী লীগ ও স্থানীয় জনগন বিক্ষোভে ফেটে পড়ে এবং জাহাঙ্গীর মুন্সি গাঁঢাকা দেয়।
এ বিষয়ে বিতারা ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মো: ইসহাক সিকদার জানান-বিষয়টিকে খাট করে দেখার কোন অবকাশ নেই। এ ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে সম্পৃক্ত দোষী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই ।
এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইবরাহিম খলিল জানান-বিষয়টি নিয়ে সিআইডিতে মামলা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply