1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

কচুয়ায় চেয়ারম্যান পদে ৬৭,সংরক্ষিত ১০৮ ও সাধারন সদস্য পদে ৫৩৯ জনের মনোনয়ন পত্র বৈধ

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০১৬
  • ৭৪৭ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে ৬৭ জন,সংরক্ষিত ১০৮ জন ও সাধারন সদস্য পদে ৫৩৯ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষনা  । ৫ মে  বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে  উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদে,জায়েদুর রহমান মজুমদার,আসকর আলী (বিএনপি সমর্থিত),ইমরান হোসেন চৌধুরী( হাত পাখা),ওসমান গনি মোল্লা(আওয়ামী মনোনীত),আলাউদ্দিন আখন্দ (বিএনপি সমর্থিত),সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৫৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
২ নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে  উপজেলা নির্বাচন অফিসার অ্যাড. মো: মকবুল হোসেন(বিএনপি মনোনীত),ইয়াছিন মিয়া (হাত পাখা) ,জহিরুল ইসলাম(আওয়ামী লীগ মনোনীত) আক্কাছ আলী মোল্লা(আওয়ামী বিদ্রেহী ) ,আ: মালেক (আওয়ামী বিদ্রোহী )মোস্তাফিজুর রহমান জুয়েল(আওয়ামী বিদ্রোহী)গোরফান স্বতন্ত্র,রাহাত চৌধুরী,বাবুল মিয়া,তারেক,নাছির উদ্দিন,চৌধুরী নুরে আলম, (আওয়ামী বিদ্রেহী ) সংরক্ষিত আসনে ৮জন,সাধারন সদস্য পদে ৪০ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।

৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মো: ইসহাক সিকদার(আওয়ামী লীগ মনোনীত) , শহিদ উল্যাহ ভ’ইয়া(বিএনপি মনোনীত) সংরক্ষিত আসনে ১২ জন,সাধারন সদস্য পদে ৫৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন ।union awam
৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে বাবুল সর্দার,হুমায়ন কবীর,দুলাল (হাতপাখা) , অমৃত লাল সরকার,আলমগীর হোসেন স্বপন (বিএনপি সমর্থিত),ইমাম হোসেন ,আ: রশিদ পাঠান(আওয়ামী মনোনীত),সিদ্দিকুর রহমান,সংরক্ষিত আসনে ১০জন,সাধারন সদস্য পদে ৪১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে,আ: সামাদ আজাদ,দেলোয়ার হোসেন,সাইফুর রহমান বাহাদুর ,সামছুদ্দিন মুন্সি (আওয়ামী মনোনীত ),জাকির হোসেন পাটওয়ারী,সহিদ উল্যাহ পাটওয়ারী,মামুনুর হমান,আলাউদ্দিন,লোকমান(বিএনপি মনোনীত ),সংরক্ষিত আসনে ১১ জন,সাধারন সদস্য পদে ৪১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
৬ নং উত্তর কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে বর্তমান চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকার (আওয়ামী মনোনীত ) মাসুদ রেজা খান টিটু(বিএনপি মনোনীত), কাজী জহিরুল ইসলাম, সংরক্ষিত আসনে ৯ জন,সাধারন সদস্য পদে ৪১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
৭  নং সদর দক্ষিন  ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে,বর্তমান  মিজানুর রহমান পাঠান (বিএনপি মনোনীত ),মিজানুর রহমান,জসিম উদ্দি (আওয়ামী মনোনীত ),জোবায়ের হোসেন,মোহাম্মদ সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সংরক্ষিত আসনে ৬ জন,সাধারন সদস্য পদে ৪৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
৮নং কাদলা   ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে, জহিরুল ইসলাম প্রধান,ইমাম হোসেন চৌধুরী,এবায়েদ তালুকদার (বিএনপি সমর্থিত,আ: হান্নান ,বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু (আওয়ামী লীগ মনোনীত ),মাঈনউদ্দিন মজুমদার মানিক,গাজী মো: সোলায়মান প্রধান( জাতীয় পার্টি) ,সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৩৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
৯  নং কড়ইয়া   ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে, হেলাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক(বিএনপি সমর্থিত),আলমগীর হোসেন ,আহসান হাবীব জুয়েল (আওয়ামী মনোনীত) সংরক্ষিত আসনে ১০জন,সাধারন সদস্য পদে ৪৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।union bmp 2
১০ নং গোহট উত্তর   ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে শরীফুল ইসলাম শাহজী (বিএনপি মনোনীত),সোহাগ মিয়া,জেসমিন আক্তার,হাজী আ: হাই মুন্সি ( আওয়ামী মনোনীত), বশিরা (হাত পাখা) , সংরক্ষিত আসনে ১০ জন,সাধারন সদস্য পদে ৪০ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।জন।
১১গোহট দক্ষিন গোহট  ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আমির হোসেন (আওয়ামী মনোনীত), আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম (বিএনপি মনোনীত)শাহরিয়া, ,মাজাহারুল ইসলাম, সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৪৬ জনের মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে বৈধ ঘোষনা করেন।
১২ নং আশ্রাফপুর   ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচই বাছাই শেষে শহীদ উল্যাহ (আওয়ামী মনোনীত),ইদ্রিস আলী,মাসুদ এলাহী সুভাষ,শরীফ মো: শহীদ উল্যাহ (বিএনপি মনোনীত), সংরক্ষিত আসনে ১১জন,সাধারন সদস্য পদে ৫৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার