1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের সন্তান : সৃষ্টির রহস্য

  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৮৭২ বার পড়া হয়েছে

আমরা করবো জয় নিশ্চয়ই। এই সাহসিকতার মানসিকতা তৈরি করতে হবে সমাজের প্রতিটি মানুষের। সেই জন্য প্রয়োজন শিক্ষা, শিক্ষার বিকল্প কিছুই নেই। আমার আজকের লেখা “সৃষ্টির রহস্য নিয়ে” এই সৃষ্টির রহস্যের আজকের অংশ অর্টিজমে আক্রান্ত বিশেষ শিশুদেরকে নিয়ে।
সমাজে সচেতনাবোধ ক্রমান্বয়ে বেড়েই চলছে, আর এই সচেতনাবোধ যত বৃদ্ধি পাবে ততই আমাদের চিন্তার অবসান ঘটবে। আমি একজন অটিষ্টিক শিশুর বাবা হিসাবে সমাজের ‘বাবা-মা’দের উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু লেখা উপহার দেব। সরকার, সমাজ কি করবে সেই দিকে অপেক্ষা না করে আমরা বাবা-মা হিসাবে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কি করবো এবং কি করলে ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো।
আমাদের কারই কাম্য নয় পৃথিবীতে আর একটা অর্টিজমে আক্রান্ত অর্টিষ্টিক শিশু ভূমিষ্ট হউক। সন্তান ভূমিষ্ট হওয়ার পূর্বে মা-বাবা দুজনকেই সর্তক থাকতে হবে। ঃ হওয়ার পর মা-কে অত্যন্ত সাবধানের সাথে চলা ফেরা করতে হবে, সাথে সাথে বাবা-কে ও সাবধানতা অবলন্বন করতে হবে এই যে, কোন অবস্থাতেই  গর্ভস্ত  সন্তানের মা-কে মানসিক দুশ্চিন্তা  রাখা যাবে না। মাকে সব সময় হাসি খুশি রাখতে হবে, চিন্তার কোন রশ্নি ‘মা-র’ কানে আসতে দেয়া যাবে না। সাথে সাথে অভিজ্ঞ গাইনি ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে। কোন কবিরাজ, ওজা, আমেরিকার নিষিদ্ধ করা হোমিও প্যাথিক চিকিৎসার সম্মুখীন হওয়া যাবে না। পরিবারের সকল সদস্যকে সচেতন থাকতে হবে এই ভবিষৎ প্রজম্ম সন্তানের ‘মা’-র প্রতি। কোন অবস্থাতেই  সন্তান গর্ভ অবস্থায়  থাকা কালীন সময় “মা”কে অবহেলা তা”ছন্য করা যাবে না। সব সময় ডাক্তারের পরার্মশ শুনতে হবে।

IMG_20160503_0001
সন্তান গর্ভ অবস্থায়  থাকা কালীন অনেক সময় ব্লিডিং হয় ওই সময় সাথে সাথে ডাক্তারের শরনাপন্ন হতে হবে। সন্তান ভুমিষ্ট হওয়ার সাথে সাথে দেখতে হবে সন্তান কান্না করে কি না, সন্তানের কোন খিচুনী ভাব আছে কি না, এবং সন্তানের ওজন স্বাভাবিকতায় আছে কি না, জম্মের হওয়ার পর খেয়াল রাখতে হবে নিউমোনিয়া আক্রান্ত যেন না হয়, শ্বাস কষ্ট যেন না হয় ঠান্ডা যেন না লাগে। বাবুর বাবা দেরিতে হেঁটেছে, বাবুর বাবা দেরিতে কথা বলেছে, গলায় শিশার কড়ি দাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সমস্ত ঘুনে ধরা অবৈজ্ঞানিক ও অবিশ্বাস কথা বলে আমাদের সন্তানের ভবিষ্যত আলোর পথে বাধা সৃষ্টি করা যাবে না। চলবে…………………..
1
লেখক পরিচিতি :
মোস্তফা ফখরুদ্দিন আহমেদ

চেয়ারম্যান

স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল স্কুল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার