২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে ৭৩ জন,সংরক্ষিত ১০৯ জন ও সাধারন সদস্য পদে ৫৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ৩ মে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন,জায়েদুর রহমান মজুমদার,আসকর আলী,ইমরান হোসেন চৌধুরী( হাত পাখা),ওসমান গনি মোল্লা(আওয়ামী সমর্থিত),আলাউদ্দিন আকন্দ (বিএনপি সমর্থিত),সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৫৫ জন।
২ নং পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অ্যাড. মো: মকবুল হোসেন(বিএনপি সমর্থিত),ইয়াছিন মিয়া (হাত পাখা) ,জহিরুল ইসলাম(আওয়ামী সমর্থিত),আক্কাছ আলী মোল্লা,আ: মালেক,মোস্তাফিজুর রহমান জুয়েল,গোরফান,রাহাত চৌধুরী,বাবুল মিয়া,তারেক,নাছির উদ্দিন,চৌধুরী নুরে আলম, সংরক্ষিত আসনে ৮জন,সাধারন সদস্য পদে ৪০ জন। ৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে ,বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মো: ইসহাক সিকদার(আওয়ামী সমর্থিত) , শহিদ উল্যাহ ভ’ইয়া(বিএনপি সমর্থিত),মো: আকাশ ও আ: খালেক,সংরক্ষিত আসনে ১২ জন,সাধারন সদস্য পদে ৫৭ জন।
৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বাবুল সর্দার,হুমায়ন কবীর,দুলাল (হাতপাখা) , অমৃত লাল সরকার,আলমগীর হোসেন স্বপন (বিএনপি সমর্থিত),ইমাম হোসেন,আ: রশিদ পাঠান(আওয়ামী সমর্থিত),সিদ্দিকুর রহমান,সংরক্ষিত আসনে ১০জন,সাধারন সদস্য পদে ৪১ জন।
৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন,আ: সামাদ আজাদ,দেলোয়ার হোসেন,সাইফুর রহমান বাহাদুর ,সামছুদ্দিন মুন্সি (আওয়ামী সমর্থিত ),জাকির হোসেন পাটওয়ারী,সহিদ উল্যাহ পাটওয়ারী,মামুনুর হমান,আলাউদ্দিন,লোকমান(বিএনপি সমর্থিত ),সংরক্ষিত আসনে ১১ জন,সাধারন সদস্য পদে ৪১ জন।
৬ নং উত্তর কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কর্তমান চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকার (আওয়ামী সমর্থিত ) মাসুদ রেজা খান টিটু(বিএনপি সমর্থিত), কাজী জহিরুল ইসলাম, সংরক্ষিত আসনে ৯ জন,সাধারন সদস্য পদে ৪৩ জন।
৭ নং সদর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন,বর্তমান মিজানুর রহমান পাঠান (বিএনপি সমর্থিত ),মিজানুর রহমান,জসিম উদ্দি (আওয়ামী সমর্থিত ),জোবায়ের হোসেন,মোহাম্মদ সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সংরক্ষিত আসনে ৬ জন,সাধারন সদস্য পদে ৪৩ জন
৮নং কাদলা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জহিরুল ইসলাম প্রধান,ইমাম হোসেন চৌধুরী,এবায়েদ তালুকদার (বিএনপি সমর্থিত,আ: হান্নান ,বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু (আওয়ামী সমর্থিত),মাঈনউদ্দিন মজুমদার মানিক,গাজী মো: সোলায়মান প্রধান( জাতীয় পার্টি) ,সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৩৯ জন।
৯ নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, হেলাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক(বিএনপি সমর্থিত),আলমগীর হোসেন ,আহসান হাবীব জুয়েল (আওয়ামী সমর্থিত),আ: কাদের ( জাতীয় পার্টি),মাঈনুল ইসলাম, সংরক্ষিত আসনে ১১জন,সাধারন সদস্য পদে ৪৪জন।
১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শরীফুল ইসলাম শাহজী (বিএনপি সমর্থিত),সোহাগ মিয়া,জেসমিন আক্তার,হাজী আ: হাই মুন্সি ( আওয়ামী সমর্থিত),জায়েদুল হাসান,বশিরা (হাত পাখা) , সংরক্ষিত আসনে ১০ জন,সাধারন সদস্য পদে ৪০ জন।
১১গোহট দক্ষিন গোহট ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আমির হোসেন (আওয়ামী সমর্থিত), আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম (বিএনপি সমর্থিত)শাহরিয়া, ,মাজাহারুল ইসলাম, মনোনয়ন জমা দিয়েছেন ,সংরক্ষিত আসনে ৭ জন,সাধারন সদস্য পদে ৪৬ জন।
১২ নং আশ্রাফপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জাম দিয়েছেন শহীদ উল্যাহ (আওয়ামী সমর্থিত),ইদ্রিস আলী,মাসুদ এলাহী সুভাষ,শরীফ মো: শহীদ উল্যাহ (বিএনপি সমর্থিত), সংরক্ষিত আসনে ১১জন,সাধারন সদস্য পদে ৫৪জন।
ছবি কচুয়ায় সাচার ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ওসমান গনি মোল্লা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।
Leave a Reply