কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী মনির মেম্বারের সমর্থকদের হামলায় ২০জন আহত হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল বাজারে হামলার এঘটনা ঘটে। জানা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও গ্রামবাসীর উদ্যোগে ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের নব নর্বিাচিত সভাপতি আলহ্জ্বা জিএম আতিকুর রহমানের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় আসার পথে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী মনির মেম্বারের সমর্থকদের লোকজন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: ওসমান গনির মোল্লার কর্মী সমর্থকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে কুফিয়ে রক্তাত্ত জখম করে। হামলায় আহতরা হল যুবলীগ নেতা মো: শাহাজাহন(৩২),ইউসুফ(৩০)ইউনিয়ন ছাত্রলীগের সভঅপতি জামাল হোসেন ফরাজী(২৫),তার ভাই সফিউল্যাহ(১৯),মিন্টু (২৫)ও রাছেল (২০)। গুরুত্বর আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।এসময় বিক্ষুদ্ব জনতা মনির হোসেন মেম্বার,তার তিন ছেলে সাদ্দাম হোসেন .সোহেল ও বুশকে অবরুদ্ধ করে রাখে এবং তাদের মটর সাইকেল পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ,সিনিয়র এসপি সার্কেল আব্দুল হানিফের সহায়তকায় রাত সাড়ে আটটায় মনির মেম্বারসহ ৬/৭ জনকে গ্রেফতার করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ইবরাহিম খলিল জানান দেষীদের বিরুদ্বে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply