মাদ্রসা শিক্ষা বোর্ডের অধিনে ইবতেদায়ী সমাপণী পরীক্ষায় কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসা হতে ট্যালেন্টপুল-৩ জন ও সাধারন গ্রেড-১জন বৃত্তি লাভ করেছে। এ উপলক্ষে ২০ এপ্রিল বুধবার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু বক্কর মিয়াজী নিজস্ব অর্থায়নে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মাদ্রাসা সুপার মো: ফারুক হোছাইন খান জানান- মাদ্রাসা ম্যানিজিং কমিটির সভাপতি আবু বক্কর মিয়াজী,শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রচেষ্টার ফলে প্রথম বারের মত ৪জন বৃত্তি লাভ করেছে।
অপর দিকে প্রতিষ্ঠানের সভাপতি আবু বক্কর মিয়াজী বলেন-সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয় আমাকে সভাপতি দায়িত্ব দেওয়ার পর সকলের সহযোগীতায় এ সাফল্য সম্ভব হয়েছে। এ সাফল্য ধারা অব্যাহত রাখতে অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত: ট্যালেন্টপুলে ৩ জন বৃত্তিপ্রাপ্তরা হল-ফারজানা আক্তার,তাহমিনা আক্তার,মারজিয়া আক্তার ও সাধারন গ্রেড আছমা আক্তার।
ছবি: কচুয়া পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসায় উল্লসিত বৃত্তিপ্রাপ্তদের সাথে শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
Leave a Reply