কচুয়ায় হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ৬ এপ্রিল বুধবার বিকালে পৌরসভার পলাশপুর কামলা বাড়িতে এলাকা বাসী ও ভক্তবৃন্দদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয় গত ্্্্্্্্্্্্্শুক্রবার পলাশপুর কালি মন্দির থেকে উদ্বারকৃত কষ্টি পাথরের শিব লিঙ্গ সম্পর্কে এলাকা বাসী ও ভক্তবৃন্দ চাদপুর জেলার নেতৃবৃন্দকে অবহিত করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসার রনজিত কুমার বনিক,সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ,সদস্য মুক্তিযোদ্বা রনজিত কুমার চাক্কী,রাজ বল্লব দাস,জেলা হরিবলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রনজিত চৌধুরী,কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভ’ষন মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. প্রানধন দেব , ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ,দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো: আলমগীর তালুকদার প্রমূখ। মত বিনিময় শেষে নেতৃবৃন্দ পলাশপু কালি মন্দির পরিদর্শন করেন।
কচুয়া : মতবিনিময় সভায় উপস্থিতর একাং
Leave a Reply