সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন আজকের বিদ্যুৎ সংযোগ জননেত্রী শেখ হাসিনার উপহার। বিদ্যুৎ মানুষের আতœবিশ্বাস বাড়িয়ে সমাজ থেকে কুসংস্কার দূর করে। ক্ষুদ্র শিল্প স্থাপনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারন ঘটাবে। সর্বোপরি গ্রামীন জনপদে উন্নয়নের ছোয়া পৌছে দিবে। তিনি ১এপ্রিল কড়ইয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামে ৭৬টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমাজ সেবক মোঃ শহীদ উল্যাহ’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রতœা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃআলমগীর তালুকদার ও ব্যবসায়ী ওমর ফারুক প্রমুখ।
একই দিনে তিনি উপজেলার আইনগিরী গ্রামে বিদ্যুৎ সংযোগ ও আইনগিরী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমী ভবনের উদ্ধোধন করেন।
কচুয়া : কচুয়ার সুবিদপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply