২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার কাদলা ইউনিয়নের বর্ধিত সভায় পরিবর্তনের পক্ষের প্যানেল জয়ী হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভার পলাশপুরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রার্থী মনোনয়নের বিষয়ে ৯ প্রার্থীর প্যানেল বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর বিপক্ষে কন্ঠভোটে জয়ী হয়। নির্বাচন পরিচালনা কমিটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সাথে পরামর্শক্রমে ৯ প্রার্থী থেকে ১ জনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনার বিষয়ে সিদ্ধান্ত হয়। বর্ধিত সভা চলাকালীন সময়ে ৯ প্রার্থীর সহস্রাধিক কর্মী সমর্থক নৌকার সমর্থনে সেøাগান দিয়ে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে সরোগম করে তুলে। সভা চলাকালীন সময়ে দুই পক্ষের বাক বিতন্ডায় বর্ধিত সভার ২য় অধীবেশনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ূব আলী পাটোয়ারী, সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, শহীদ দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বাতেন সরকার, আঃ জব্বার বাহার, সম্ভাব্য ৯ প্রার্থী আওয়ামীলীগ নেতা মাইনউদ্দীন মজুমদার মানিক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাংবাদিক আলমগীর তালুকদার, শ্রমিকলীগ নেতা মুক্তার খান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, জহিরুল ইসলাম প্রধান, আঃ হাই, রফিক বকাউল, সফিকুল ইসলাম স্বপন, ও রফিকুল ইসলাম লালু।
Leave a Reply