উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও পরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯মার্চ বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাজাহন শিশির । তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারনে মেয়েরা শিক্ষিত হয়ে দেশ গঠনে অগ্রনী ভ’মিকা রাখছে। বিশেষ অতিথি ঢাকাস্থ বুদ্ধি প্রতিবন্ধি স্মাইলিং সিলড্রেন স্কুলের চেয়ারম্যান সমাজ সেবক মোস্তাফা ফখরুদ্দিন সরকার বলেন আলোকিত মানুষ ছিলেন মরহুম আশেক আলী খান। আমাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর শুধু কচুয়া নয় সমগ্র বাংলাদেশের একজন খ্যাতিমান মানুষ। আমাদের গর্ব ড.মহীউদ্দীন খান আলমগীর । তাঁর আদর্শ বুকে ধারন করে কচুয়াকে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সনদ নগদ অর্থ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।তাছাড়া সমাজ সেবক মোস্তাফা ফখরুদ্দিন সরকার ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ৩ জন শিক্ষার্থীকে প্রেরণা প্রদানের লক্ষ্যে জন প্রতি নগদ তিন হাজার টাকা প্রদান করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আজিজ উল্যাহ ,সমাজ সেবক ইলিয়াছ শাহ,আবু বক্কর উজ্জল,শেখ কামরুজজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি মঞ্জুর এলাহী মজুমদার ।
কচুয়া: কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথি বৃন্দ।
Leave a Reply