কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ২৭ মার্চ রবিবার উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ ১০জন আহত হয়। আহতরা হলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি অনুপ কান্তি টিটু,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ফখরুল ইসমলাম,ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর,রুবেল, রতন, চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার শাহীন ও অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সহ সভাপতি আমির হোসেন প্রমূখ। স্থানীয়রা জানান- আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার শাহীনের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল দিয়ে বর্ধিত সভায় আসার পথে ইসলামপুর নামকস্থানে চেয়ারম্যান প্রার্থী আমির হোসেনের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে ।আহত ইউপি চেয়ারম্যান বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে । ওই ঘটনাকে কেন্দ্র করে বর্ধিত সভায় দুপক্ষের সমর্থকগন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাধা দিতে গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন্ সম্পাদকও আহত হয় । সংবাদ পেয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বর্ধিত সভার কার্যক্রম শুরু হয় এবং সর্বার্ধিক সমর্থন মাধ্যমে শাহরিয়ার শাহীন আওয়ামী লীগের দলীয় সমর্থন লাভ করেন।
Leave a Reply