কচুয়ায় চায়ের দোকানের পাম্পের চুলা বিস্পোরনে কালু মিয়া(৩৫)নামে দোকানের কর্মচারী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিটে চিকিৎসাধীন অবস্থায় কালু মিয়ার মৃত্যু হয়। জানাগেছে ৪ মার্চ শুক্রবার উপজেলার পূর্বসহদেবপুর ইউনিয়নের দারশাহী তুলপাই বাজারে খোকন মিয়ার চা দোকানে কেরোসিনের পাম্প চুলা বিস্পোরিত হয়ে কর্মচারী কালু মিয়ার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ওই সময় আশংকাজনক অবস্থায় কালু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটিটে ভর্তি করা হয়। চারদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবারে তার মৃত্যু হয়। কালু মিয়া দারশাহী তুলপাই গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে । স্থানীয়রা জানান- রাস্তার পাশে নিরাপত্তাহীন ভাবে কেরোসিন দিয়ে পাম্প চালিত চুলা ব্যবহার করার কারনে কর্মচারীর কালু মিয়ার ভয়াবহ মৃত্যু হয়। এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ ইবরাহিম খলিল বলেন-বিষয়টি আমি শুনেছি কালু মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply