শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষার্থীরা নতুন প্রজম্মের নির্মাতা। গুনগত শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অর্জন করে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করবে। এসব অর্জনই স্বাধীনতার মূল লক্ষ্য। মুক্তিযদ্ধের চেতনা বুকে ধারন করে কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে দেশকে সমৃদ্বির পথে এগিয়ে নিয়ে যাওয়ার নামই ডিজিটাল বাংলাদেশ। লোক সাহিত্যিক ড.মনসুর উদ্দিনের নামে কচুয়ার অজোপাড়া গাঁয়ে মহিলা কলেজটি প্রতিষ্ঠা হওয়ায় নারীদের শিক্ষা গ্রহনের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। সমাজে সমতা সৃষ্টির লক্ষ্যে পুরষের চিন্তা শক্তিকে মেয়েরা তাদের মেধা ও বুদ্ধি দিয়ে জয় করতে হবে। তাহলে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশ শেখ হাসিনার নেতৃত্বে এেিগয় যাবে।
তিনি ৬ ফেব্রুয়ারি শনিবার কচুয়া উপজেলার হাসিমপুর ড.মনসুর উদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীর বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, শিক্ষার্থীরা সদ্যফোটা গোলাপের মতো পরিষ্ফুটিত হয়ে তাদের লব্ধ জ্ঞানের মাধ্যমে বিজ্ঞান উম্মুখ সমাজ গঠনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এসময় বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার । মন্ত্রী একই দিন বিকেলে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজে অভিভাবক, এলাকাবাসীর সাথে মতবিনিময় ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে মাধ্যমিক ও উ”চমাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
ছবি:কচুয়া ড.মনসুর উদ্দীন মহিলা কলেজে নবীন রবন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন,চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার এবং পাশে শিক্ষার্থীর একাংশ।
Leave a Reply