শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষা,স্বাস্থ্য , বিদ্যুৎ ও কৃষিখাতে বর্তমান সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এই বৈপ্লবিক পরিবর্তন সাধনে তরুন প্রজম্মকে এগিয়ে আসতে হবে। তরুন প্রজম্ম জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে কাজ করলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ একচি সমৃদ্ধ শালী দেশে পনিত হবে। শিক্ষার্থীরা নতুন প্রজম্মের নির্মাতা। গুনগত শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অর্জন করে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করবে। এসব অর্জনই স্বাধীনতার মূল লক্ষ্য। এসব কর্মকান্ডের পেছনের মূল কারিগর শিক্ষক সমাজ। তিনি ৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কচুয়া উপজেলার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি‘র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি সিতারা আলমগীর,চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন শিশির,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। একই দিনে তিনি পৌরসভা অবস্থিত উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় পরিদর্শন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ছবি:১/ কচুয়া আশেক আলী স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি
ছবি:২ কচুয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply