কচুয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন ও উপজেলা যুবলীগের সভাপতি বলেছেন-গ্রামের অসহায় দুঃস্থ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ভিন্ন রকমের দালাল চক্রের খপ্পরে পড়ে, সেবা থেকে বঞ্চিত হয়। মনে রাখতে হবে ক্লিনিক ও মেডিকেল সেন্টার শুধু ব্যবসা নয় সেবা মূলক প্রতিষ্ঠান। মানুষের কল্যানে সেবার মনভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি ১৫ জানুয়ারি শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন ডা.আব্দুল হাই ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের উদ্বোধনোত্তর মিলাদ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেণ ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আল মামুন,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা.আব্দুল হাই,কচুয়া বার্তার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো: আলমগীর তালুকদার। দোয়া মুনাজাত পরিচালনা করেন নিশ্চিতপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওঃ নুরেজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের খতিব মাওঃ মোফাজ্জল হোসেন আল কাদেরী।
কচুয়া:-১/ ডা.আব্দুল হাই ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের উদ্বোধন উপলক্ষে দোয়া মুনাজাতের একাংশ।
Leave a Reply