কচুয়ায় ডাকাতদল ৫টি ঘরে ঢুকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে যায়। এতে নারী ও শিশুসহ ১৫ জন অচেতন অবস্থায় রয়েছে । ৯ জানুয়ারি শনিবার গভীর রাতে উপজেলার পশ্চিম সহদেপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের মবিন পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। অচেতনরা হলো মোশারফ হোসেন(৪০),শামছুন্নাহার(৩০), ওমর ফারুক(১৮), সাদিয়া(৭),মারুফ(২মাস), ভুল বেগম(৬০),শিল্পী(২৫), শিশু ইমু(৫মাস),ইব্রাহিম(২৭),মোসলেমা বেগম(২৪),বাহাদুর (২৫), আকলিমা(১৮), রিজন(৩),ইমান হোসেন(৩৫),রোমানা(২৪),রাজিব(৩৫),রহিমা বেগম(১০)। স্থানীয়া জানান- ওইদিন মধ্য রাতে ডাকাতদল সিঁধ কেটে মোশারফ হোসেন,তাঁর মা ভুলু বেগম,ভাই ইব্রাহিম,বাহাদুর ও একই বাড়ির ইমাম হোসেনের ঘরে প্রবেশ করে নারী ও শিশু সহ ১৫জনকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়।১০ জানুয়ারি রবিবার সকালে পাশের বাড়ি লোকজন ওই বাড়িতে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়।তাদের মুখ দিয়ে লালা পড়ছে কেউ কোন কথা বলতে পারেছেনা । বিকালে অবস্থার অবনতি দেখে সাদিয়া ,মেসলেমা,মোশারফ হোসেন,শিল্পি, ওমর ফারুক ও শিউলিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
দায়িত্বরত ডাক্তার জানান তাদেরকে খাবারের সাথে নেশা জাতীয় কিছু খাওয়ান হয়েছে বলে আমরা ধারনা করছি ।
কচুয়া : অচেতন লোকদের একাংশ
Leave a Reply