সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপনকে বিপুল ভোটে বিজয়ী করেছে। ১৯৯৮ সালে এ এলাকার মানুষের আত্মসামাজিক উন্নতির লক্ষে পৌরসভাটি প্রতিষ্ঠা করি। কিন্তু দীর্ঘ ১ যুগেও পৌরবাসীর সঠিক মেয়র নির্বাচিত না হওয়ায় পৌরবাসীর দু:খ, দুর্দষা লাঘব হয়নি। আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন নির্বাচিত হওয়ার ফলে পৌর এলাকার সকল সমস্যার সমাধান হবে। গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নের মাধ্যমে কচুয়াকে আধুনিক বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বৃহস্পতিবার (৭জানুয়ারী) সন্ধ্যায় কচুয়া পৌরসভার নির্বাচন কমিটির উদ্যোগে কচুয়ার পল্টন ময়দানে নির্বাচনত্তোর মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সভা প্রধানে নব-নির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন বলেন- কচুয়া পৌরসভাটি দীর্ঘদিন অবহেলিত অনুন্নত ছিল। ৩০ ডিসেম্বর নির্বাচনে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমি আমার সাধ্যানুযায়ী পৌরসভার সন্ত্রাসী, মাস্তানী, মাদক প্রতিরোধসহ সকল নৈরাজ্য শক্ত হাতে দমন করবো। পৌরসভার সকল উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ড. মহীউদ্দীন খান আলমগীর’র হাতকে শক্তিশালী করতে সকলে আমাকে সর্বাত্তক সহযোগীতা করবেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শাহজালাল প্রধানের পরিচালনায়- অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, ছাত্র লীগের সিনিয়র সভাপতি মেহবুবে রাব্বি মানিক, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শিশির, পৌর ছাত্র লীগের সভাপতি আবুল খায়ের রুমি প্রমূখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরগন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে ফুল দিয়ে বরণ করেন। কচুয়ার পল্টন ময়দানে ড. মহীউদ্দীন খান আলমগীরের আগমনে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিলে মিছিলে ভরে যায়।আলোচনা সভা শেষে নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পরিচয় করিয়ে দেন। এসময় নবনির্বাচিত ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আবুল কালাম, ৩নং ওয়ার্ডের আব্দুল আল মামুন, ৬নং ওয়ার্ডের শাহআলম, ৭নং ওয়ার্ডের কামাল হোসেন অন্তর, ৮নং ওয়ার্ডের শরীফ আহমেদ মিয়া, ৯নং ওয়ার্ডের আমিনুল ইসলাম কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার চাংগিনী ও কোমরকাশা গ্রামে ১৬৪টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো: জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীর সভাপতি আতাউর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার।
কচুয়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবনির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন।
Leave a Reply