“যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়–ন, দেশকে মুক্ত করে আনবো ইন্শাল্লাহ্”। একটি শব্দ একটি পাওয়ার (ঢ়ড়বিৎ )এই শব্দ শুনে মুষ্টিময় কিছু রাজাকার ব্যতিত সর্বস্তরের জনগণ পাকিস্তানি হানাদারদের কাছ থেকে নয় মাস মুক্তিযুদ্বের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে , দেশকে পরাধিনতার হাত থেকে মুক্ত করে স্বাধীনতা উপহার দিয়েছে। উপহার দিয়েছে লাল-সবুজ পতাকা সমৃদ্ব আমাদের গর্বের বাংলাদেশ ।
২০১৫ এর ১৬ই ডিসেম্বর অন্যন্য বিজয়ের বছর, এই বছর রাজাকারদের বিচার শুরু হয়েছে। কিভাবে মুছে ফেলি ইতিহাসের কালো অধ্যায়ের দিন গুলো, যেই দিন গুলিতে এই রাজাকারদের প্ররোচনায় পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ইজজ্বত লুণ্ঠন করেছে, আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। সেই সময় আমার বয়স ০৭ (সাত বছর) তারপরও সে ঘটনা গুলো মনে পড়ে, তা কোন অবস্থায় ভুলার নয়। ২ টি ঘটনা না বললেই নয়;
১ম ঘটনা- আমাদের পাশের গ্রাম সাদিপুরা, চাঁদপুর পাকিস্তানিরা হিন্দু বাড়ী এবং মুক্তিযুদ্ধোদের ক্যাম্প মনে করে আগুন ধরিয়ে দিল, সেই সে কি বিপর্যস্ত অবস্থা, সমস্ত হিন্দুগণ আমাদের বাড়ীতে আশ্রয় নিলো, আমার দাদী, আমার মা-বাবা তাঁদেরকে পড়নের ধুতি নত খুলে শাড়ী-লুঙ্গি পড়িয়ে দিলো পাকিস্তানিদের ভয়ে।
তারপরও হায়নার দলের আক্রমন থেকে রক্ষা পায়নি এ দেশেল মুক্তি পাগল মানুষ গুলি । অপরাধ আমরা স্বাধীনতা চাই কেন ?
২য় আরেকটি ঘটনা- দিনটি ছিল বুধবার, ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর । আমাদের কচুয়ার সবচেয়ে বড় বাজার বসত প্রতি সপ্তাহের বুধবার রঘুনাথ পুর বাজার। ওই দিন দুপুরের পর পাক হানাদার বাহিনীর দোসররা অতর্কিতে আক্রমন করে বাজারের সাধারন মানুষের উপর । রগুনাথপুর বাজারে পাকিস্তানিরা আগুন লাগিয়ে দিল। সেই দিন বাজার আমার সেঝ ভাইয়া মোস্তফা জামালউদ্দিন আহ্মেদ (বদু ভাই) গিয়েছিলেন। ভাইয়া এসে বাড়ীতে যে বর্ণনা দিল তা থেকে মনে হলো, মনে হয় বাংলাদেশের সর্বস্তরে পাকিস্তানি হানাদারদেরকে এই রাজাকাররা উসকাইয়া দিত। সাবাস্ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনাকে সালাম ।পূর্নাঙ্গ বিজয়ের লক্ষ্যে রাজাকারদের ২০১৫ সালে বিচার শুরু করে আরেকটা বিজয় আমাদেরকে উপহার দেওয়াতে । কিন্তু পূর্ণাঙ্গ বিজয় করতে হবে কোন রাজাকারের ঠাঁই বাংলার মাটিতে থাকতে পারবেনা। বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে যুদ্বাপরাধীদের বিচারের মেন্ডেট দিয়েছে । এ দেশে বড় হয়ে এখনও আমাদের মাতৃভ’মির যারা বিরোধীতা করেছে তাদের বাংলার মানুষ ক্ষমা করবেনা।
লেখক পরিচিতি :
মাওলানা ফখরুদ্দিন আহমেদ
চেয়ারম্যান
স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল
আফতাব নগর,ঢাকা
Leave a Reply