কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টায় ১ মিনিটে ২১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। তারপর উপজেলা প্রশাসন,পরিষদ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,জাতীয় পার্টি,মুক্তিযোদ্বা সংসদ,আমরা মুক্তিযোদ্বার সন্তান কমান্ড,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পূস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও সহকারি কমিশনার (ভুমি) পুলক কুমার মন্ডল,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সহ-সভাপতি জিএম আতিকুর রহমান,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহগ,উপজেলা জাতীয় পার্টির পক্ষে আহবায়ক এমদাদুল হক রোমন ও যুগ্ম আহবায়ক কাউন্সিলর ইদ্রিছ আলম বেপারী, মুক্তিযোদ্বা সংসদের পক্ষে কমান্ডার আঃ মুবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,যুবলীগের পক্ষে সভাপতি নাজমুল আলম স্বপন,ছাত্রলীগের পক্ষে সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পূস্পার্ঘঅর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মার্চফাস্ট,কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আঃ মুবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সহ-সভাপতি জিএম আতিকুর রহমান,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহগ,অফিসার ইনচার্জ মোহামম্মদ ইবরাহিম খলিল প্রমূখ। দিবসের শেষ দিকে বিকেলে প্রীতি ফুটবল ও ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
Leave a Reply