উৎসব মূখর পরিবেশে আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৪ মেয়র, ৯ সংরক্ষিত কাউন্সিলর ও ২৭ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহম্মদ আশরাফ হোসেন এবং সহকারি রিটার্নিং অফিসার মোঃ আনোয়ার হোসেনের কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনকে (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইকবাল আজিজ শাহিন (মোবাইল) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী গাজী শাহিনকে ( নারিকেল গাছ) প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর আসন -১ :খুরশিদা বেগম ( মৌমাছি), রহিমা বেগম (কাচি) জোহরা খাতুন ( ভেনেটি বেগব্যাগ , সংরক্ষিত কাউন্সিলর আসন -২: বিলকিছ আক্তার (কাচি) রোকেয়া বেগম (পুতুল) , নার্গিস শাহজাহান ( আঙ্গুর), সংরক্ষিত কাউন্সিলর আসন -৩ :আমেনা বেগম (আঙ্গুর), মাহিনুর বেগম (কাচি), পারুল আক্তার (মোৗমাছি)
সাধারণ ওয়ার্ড-১ আওয়ামী সমর্থিত নজরুল ইসলাম (উটপাখি), বিএনপি বিল্লাল হোসেন (পাঞ্জাবি)ও জহির আলম (পানির বোতল) সাধারণ ওয়ার্ড-২ আঃ মালেক (উটপাখি), আবু ইউসুফ (পাঞ্জাবি)ও বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম (পানির বোতল) আবুল কালাম (ডেড়শ) সাধারণ ওয়ার্ড-৩ বিএনপি সমর্থিত আঃ ছালাম (উটপাখি), মোঃ আব্দুল মান্নান (পাঞ্জাবি)ও আনোয়ার আলী (পানির বোতল) সাধারণ ওয়ার্ড-৪ আওয়ামী সমর্থিত দুলাল মোল্লা (উটপাখি), ও আব্দুর রহিম প্রধান (পানির বোতল) ইব্রাহিম গাজী (টেবিল ল্যাম্প) সাধারণ ওয়ার্ড-৫ আমিনুল হক (উটপাখি), মনসুর আহমেদ কেনু (পাঞ্জাবি) মোহাম্মদ ইব্রাহিম (ডালিম) সাধারণ ওয়ার্ড-৬ : আব্দুল্লাহ আল মামুন (উটপাখি), মোঃ শাহ আলম (পাঞ্জাবি) বিএনপি সমর্থিত আঃ মান্নান (পানির বোতল) সাধারণ ওয়ার্ড-৭ আওয়ামী সমর্থিত কামাল হোসেন অন্তর (উটপাখি), আলী হোসেন (পাঞ্জাবি) আবুল বাসার (পানির বোতল) সাধারণ ওয়ার্ড-৮ শরিফ আহমেদ মিয়া (উটপাখি), বিএনপি সমর্থিত কালু মিয়া (পাঞ্জাবি) আবুল খায়ের (ডালিম) সাধারণ ওয়ার্ড- ৯ আওয়ামী সমর্থিত আমিনুল হক (উটপাখি),বিএনপি সমর্থিত এমএইচ নাজমুল হক (পাঞ্জাবি) প্রতিক বরাদ্ধ দেওয়া হয়। নির্বাচনে কাউন্সিলর পদে বেশির ভাগ প্রার্থী উট পাখি মার্কা প্রতীক বরাদ্ধ পেয়েছে।
Leave a Reply