বূদ্বি প্রতিবন্ধি শিশুদের প্রতিষ্ঠান স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান মোস্তাফা ফখরুদ্দিন আহমেদের ভারত সফর যাচ্ছেন। তিনি ১৩ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় ভারতের চেন্নাইর উদ্দেশ্যে সাত দিনের জন্য ভারত যাচ্ছেন।সাত সদস্য প্রতিনিধি দলের চেয়ারম্যান হিসাবে মোস্তফা ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন। ভারত সফর কালে প্রতিনিধি দল তাঁর নেতৃত্বে ভারতের বিখ্যাত এপেলো হাসপাতাল,সিএনসি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বূদ্বি প্রতিবন্ধি শিশুদের চিকিৎসা, প্রশিক্ষন ও উন্নয়নের লক্ষে মতবিনিময় করবেন।
উল্লেখ্য সমাজ সেবক মোস্তাফা ফখরুদ্দিন আহমেদ কচুয়া উপজেলার ডুমিরিয়া গ্রামের অধিবাসি । যিনি সমাজের বুদ্ধি প্রতিবন্ধিদেরকে নিয়ে কাজ করে এবং সায়মা হোসেন পুতুলের ফেরেন্টস্ অটিস্ট্রিক ফোরাম এর একজন সদস্য। মোস্তফা ফখরুদ্দিন আহ্মেদ অটিষ্ট্রিক বা স্পেশাল শিশুদের জন্য ঢাকা আফতাব নগর স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তার এই স্কুলটি বর্তমানে ৭২ জন অটিষ্ট্রিক শিশু বা স্পেশাল চিলড্রেন রয়েছে। এবং ৭২ টি স্পেশাল শিশুর জন্য ৭২ জন শিক্ষক রয়েছেন। তা-ছাড়া তিনি স্কুল, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।।
মোস্তফা ফখরুদ্দিন আহ্মেদ এক প্রতিক্রিয়া জানান-সরকারের নিকট রাজাকারদের বিচার চায়। এই সমাজে এবং দেশে রাজাকার মুক্ত বাংলাদেশ চায়
Leave a Reply