কচুয়ায় জলাতঙ্ক কুকুরের কামুড়ে ১৫ জন আহত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে- পালাখাল গ্রামের ঠাকুর বাড়ির বিমলের জলাতঙ্ক কুকুর ওই এলাকার ১৫ জন মানুষকে আচমক কামড়িয়ে আহত করে। আহতরা হলেন- পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ও্্্্্্্্্্্্্্্্্্্্ই এলাকার জয়নাল, মনির, মিজান, সুদীরের স্ত্রী , গনি মিয়া, কিশোর দাস, আলামিন, এয়াছিন, নিমাই চন্দ্র শীল ও ঝনু । আহতদের কচুয়া উপজেলা হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। গুরুতর আহত জয়নাল ও নিমাই চন্দ্র শীলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।
Leave a Reply