সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন মুক্তিযুদ্বের চেতনায় দেশ গঠনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্বের চেতনা ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্বারা নিজের জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করেছেন তাই এই মহান বিজয়ের মাসে শিক্ষার্থীদের মুক্তিযুদ্বের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।তিনি আরো বলেন বিএনপি জামায়েত ধর্ম নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তিÍ ছড়াচ্ছে তাদের এহেনে কর্মকান্ড থেকে বিরত থেকে দেশ গঠনে সম্মলিত ভাবে এগিয়ে আসতে হবে। ৫ডিসেম্বর শনিবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের খিলমেহের আহমদিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপ্রধানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি জিএম আতিকুর রহমান, মহিলা ভাইস চোয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সামাদ আজাদ.সাধারন সম্পাদক মামুনুর রশীদ ভ’ইয়া ,মাদ্রসার পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্বা নজরুল ইসলাম প্রমূখ।
কচুয়াঃ মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply