কচুয়া উপজেলার করইয়া ইউনিয়নের ডুমুরিয়ায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গতকাল ৪ ডিসেম্বর শুক্রবার রাতে দক্ষিন ডুমুরিয়া ঈদগাহ সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ সেবক আলহাজ্ব মোস্তফা ফখরুদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী টুমচর মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক মাসউদী,প্রধান মেহমান আলহাজ্ব মাওলানা আবরার আহমেদ ফরুকী। বিষেশ অতিথি হিসাবে অনুষ্ঠান উপভোগ করেন সাবেক করইয়া ইউনিয়নের চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদার,সমাজসেবকআলহাজ্বআ:ওয়াদুধ,ইন্জিনিয়ার আ:মান্নান প্রমূখ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সংগীত সম্রাট আসহাবুদ্দীন আল আজাদ,ঢাকার কলরব শিল্পি আবু রায়হান,সংগীত শিল্পি আব্দুল আউয়াল,আল আমিন সাক্বী, সাদেক হোসাইন,কিশোর শিল্পি আবু তৈয়ব,জাবেদ আল হাসান প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন কাজী হামদুল্লাহ।
কচুয়া: সংগীত পরিবেশন করছেন শিল্পিবৃন্দ।
Leave a Reply