ঝুঁকিপূর্ন পেশায় জীবন যাত্রার মান উন্নয়ন ও পেশাগত মর্যাদা বৃদ্বির লক্ষ্যে কচুয়ায় জেলেদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে । পহেলা ডিসেম্বর মঙ্গলবার মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১হাজার ৩শত ৫৩ জন জেলেকে পরিচয় পত্র প্রদান করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।একই স্থানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৮টি পরিবারের মাঝে ১৩৬ বান্ডেল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা করে ৪লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান শাহ জাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিপ্লব দাস উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো: জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী মজুমদার উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক হাবিব প্রমূখ।
কচুয়া : জেলেদের পরিচয়পত্র বিতরণ করছেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর।
Leave a Reply