শিক্ষা সমাজ উন্নয়নের সিড়ি। উম্মু¥ক্ত বিশ্ববিদ্যালয়ের অনুশীলন কেন্দ্রে ভর্তি হয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সমাজ গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে । শিক্ষার উন্নয়নের পথে সাবর কল্যানের জন্যে সম্মলিত ভাবে কাজ করতে হবে,তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় আলোকিত সমাজ গড়ে উঠবে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও সাচার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ২৮নবেম্বর শনিবার কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজে নবীণ বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের নুরুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক আবু ইউছুফ পবনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা কলেজ গভর্নিং বডির সদস্য জিএম আতিকুর রহমান,উপাধ্যক্ষ মহাসিন কবীর,উপজেলা আওয়ামী লীগের সাধরান সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান শালমা শহীদ,সাবেক ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভ’ইয়া,উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবীব মজুমদার,স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি,সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান.ছাত্রলীগ নেতা মহিউদ্দন রিপন সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এইচএসসির একাদশ শ্রেনির শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।
কচুয়া: সাচার ডিগ্রি কলেজে নবীণ বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply