কচুয়া উপজেলার পুর্ব সহদেবপুর ইউনিয়নের মেঘদাইর গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। ২৮ নবেম্বর শনিবার সন্ধ্যায় মেঘদাইর মাদ্রসা মাঠে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড.আয়েত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো: জাকির হোসেন,অ্যাড.দেলোয়ার হোসেন পাটওয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি নাজমূল আলম স্বপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক হাবিব মজুমদার,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সি,সাধারন সম্পাদক মোফাচ্ছল খান,ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সরকার রিপন প্রমূখ। আলোচনা সভা শেষে মেঘদাইর গ্রামে ১২৬ টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় জামায়েত নেতা মেঘদাইর মাদ্রসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির হাতে নৌকা ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
কচুয়া: সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির হাতে নৌকা ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করছেন জামায়েত নেতা আবুল কালাম আজাদ
Leave a Reply