কচুয়া উপজেলার রহিমানগরে অবস্থিত লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের ২৪তম ইসলামি মহা সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নবেম্বর বুধবার কমপ্লেক্স মিলনায়তনে বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা শাহ মো: মেছবাহুল ইসলাম লতিফীর সভাপ্রধানে আগামী ১৮,১৯ ডিসেম্বর রহিমানগর উচ্চ বিদ্যালয় মাঠে মহা সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক আঃ হাই মুন্সি,গোহট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম মুক্তার,সমাজ সেবক দুলাল, ,গোহট দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর করিম রতন প্রমূখ। এসময় আলহাজ্ব মাওলানা শাহ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী বলেন আমার প্রয়াত দাদা পীওে কামেল শাহ ছুফি মাওলানা আব্দুল লতিফী এই অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দোশ্যে লতিফিয়া এনমিয়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।তাঁর সম্মানার্থে প্রতিবছর রহিমানগরে দু-দিনব্যাপী ইসলামি মহা সম্মেলন হয়ে আসছে। সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের থাকা খাওয়ার স-ব্যবস্থা করা রয়েছে বলে তিনি জানান।
কচুয়া:-২ রহিমানগর লতিফিয়া এনমিয়া কমপে ক্সে মুসিল্লীদের মুনাজাতের একাংশ
Leave a Reply