বাল্য বিবাহ, মাদক, ও যৌন হয়রানি প্রতিরোধ কচুয়া বার্তার পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নবেম্বর শনিবার উপজেলার সিংআড্ডা ও বাইছারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যকালে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর তালুকদার শিক্ষার্থীদের উদ্দোশ্যে বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যধি যার ফলে দিন দিন নারি নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। অভিভাবক ও শিক্ষার্থীগন সচেতন হলে বাল্য বিবাহ অনেকাংশে কমে যাবে। এসময় তিনি যৌন হয়রানি প্রতিরোধ রোধে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের তিনজনকে স্কুল প্রতিনিধি হিসাবে নবম শ্রেনীর শিক্ষার্থী বায়েজিদ,সোনিয়া তালূকদার,জান্নাতুল ফৌরদাউস ও বাইছারা উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেনীর শিক্ষার্থী আনাছ প্রধান, সায়মা আক্তার,ফারজানা আক্তার ও সপ্তম শেনীর হাফছা আক্তারকে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সাহ,বাইছারা উচ্চ বিদ্যালয়ের সহ কারি প্রধান শিক্ষক মফিজুল ইসলাম মজুমদার,সহকারি শিক্ষক কামরুল ইসলাম ও কচুয়া বার্তার স্টাফ রিফোর্টার আহসান হাবীব সুমন ।
কচুয়াঃ কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার বাল্য বিবাহ ও যৌন হয়রানি রোধে শিক্ষার্থীদের উদ্দোশ্যে বক্তব্য রাখছেন পাশে তিন বিশিষ্ট কমিটির সদস্যরা
Leave a Reply