কচুয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন জমাদানের শেষ দিনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২০নবেম্বর শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী। পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কচুয়া পৌরসভাতে সমগ্র দেশের মধ্যে একটি সুন্দর ও উন্নত পৌরসভা হিসেবে প্িরতষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রাণপ্রিয় নেতা ড. মহীউদ্দীন খান আলমগীরের বিশেষ উদ্যোগে ১৯৯৮ সালে কচুয়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। তিনি কচুয়া পৌরসভাকে দেশের একটি আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামীলীগের সকল নেতাকর্মী একান্ত আন্তরিক। তাই জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীরের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা মেয়র পদে এবং প্রতিটি ওয়ার্ডেও সংরক্ষিত আসনে একজন করে প্রার্থী মনোনিত করবো। যারা মনোনিত হবেন না তারাও দলীয় প্রার্থীর পক্ষে এক জোট হয়ে কাজ করবেন বলে আমি দৃঢ় ভাবে আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি শহিদ দর্জী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হক মিঠু। সংবাদ সম্মেলনে মেয়র পদে ১৩জন, কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত মহিলা আসনে ৫জন মনোনয়ন জমাদানকারীরাও উপস্থিত ছিলেন।
কচুয়া ঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আউয়ুব আলী পাটওয়ারী।
Leave a Reply