আসছে পৌরসভা নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা ১৫ নভেম্বর রবিবার মনোনয়ন পত্র সংগ্রহ করে ২০ নবেম্বর শুক্রবার দলীয় কার্যালয়ে জমা দিয়েছে । কচুয়া পৌরসভার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোয়ন পত্র সংগ্রহ শেষে মাত্র ১ জন কাউন্সিলর প্রার্থী দলীয় মনোনয়ন পত্র জমা দানে বিরত ছিল। ফলে মেয়র পদে ১৩ জন ও কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র দলীয় কার্যালয়ে জমা হল। এই দিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়। এসময় প্রার্থীগন দলীয় কার্যালয়ে হতে দায়িত্ব প্রাপ্ত কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সংাগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার,সদস্য কবীর হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারন সনম্পাদক আবুল হাসানাত মাস্টারের নিকট থেকে মনোয়ন পত্র সংগ্রহ করেন।
মেয়র পদে মনোয়ন পত্র জমাদানকারীরা হল হল- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার,যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন দুলাল,সদস্য আহসান হাবীব প্রানজল,পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব প্রধান,দপ্তর সম্পাদক মঞ্জুর আহমেদ সুজন,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি নুরুল আজাদ ,আওয়ামী লীগ নেতা কবির হোসেন,আক্তার হোসেন, মাসুদ মিয়াজী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,যুবলীগ নেতা মনির হোসেন প্রধান, জাকির হোসেন বাটা ।
কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহকারিরা হল-১নং ওয়ার্ড মো: নজরুল ইসলাম ওইলিয়াছ মিয়াজী । ২ নং ওয়ার্ড :আ: মালেক,আবু ইউসুফ ও ইউসুফ আলী। ৩নং ওয়ার্ড : আব্দুল্লাহ আল মামুন,গাজী কামাল,নিধু চন্দ্র সরকার ও আ: মান্নান৪নং ওয়ার্ড-মো: দুলাল মোল্লা, ,গাজী মো: হেলাল গাজী ও মো: ইব্রাহিম, ৫নং ওয়ার্ড- শাহাজাহান মজুমদার,রুস্তুম আলী প্রধান,মুনছুর আহমেদ কেনু,দিদারুল আলম, ৬নং ওয়ার্ড-কামাল হোসনে টিটু,মির্জা গোলাম মোরশেদ,শাহ আলম ও এরশাদ প্রধান, ৭নং ওয়ার্ড-হারুনুর রশীদ,হুমায়ন কবীর,আমির হোসেন,কামাল হোসেন অন্তরও আলী আক্কাছ, ৮নং ওয়ার্ড শরীফ আহমেদ মিয়া ও আ: মুবিন, ৯নং ওয়ার্ড-আমিনুল হক,আবুল খায়ের রুমি ও হেদায়াত উল্যাহ মুন্সি।
আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন মেয়র প্রার্থীগন।
Leave a Reply