কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক অভিভাবক সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ/অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট থেকে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায়ের অভিযোগ ওঠেছে। অতিরিক্ত টাকা না দিতে পারা শিক্ষার্থীগন গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে এসে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং অভিভাবগণ তার ওপর চড়াও হয়। এ সময় বিক্ষুব্ধ অভিভাবকগণ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেনকে লাঞ্চিত করে এবং শিক্ষকদেরকে ধাওয়া করে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। স্কুল পরিদর্শনে আসা কচুয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আহসানুল হক এ ঘটনা প্রত্যক্ষ করেন। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা চারদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে বিদ্যালয়ের সহ-সভাপতি আবুল কালাম মাষ্টার ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের লক্ষে অভিভাবক, শিক্ষক পরিচালনা পর্ষদের সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসেন। অভিভাবকরা জানান, ৬ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে ফরম ফিলআপ করা হয়েছে। অভিভাবকরা আরো জানান, প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা গত বছরও শিক্ষার্থীদের কাছ থেকে ফরমফিলআপের অজুহাতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকায় অবস্থানরত নূরুল আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধূরী বলেন, অতিরিক্ত ফি আদায় বিধি বহিভূত, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় ফি নির্ধারণ করা হয়েছে।
কচুয়া: ছবি-১ অতিরিক্ত ফি আদায়ে শিক্ষক অভিভাবক উত্তেজনার একাংশ।
Leave a Reply