কচুয়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার রাতে পৌরসভার আওয়ামী লীগ দলীয় কার্য্যালয়ে রাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী বলেন, আজ ১৫ নভেম্বর মেয়র পদে ১৩ কাউন্সিলর (পুরুষ) ৩২ কাউন্সিলর (মহিলা) ৫ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা আওয়ামী লীগ থেকে ত্যাগী, পরীক্ষিত নেতা বাছাই করে পৌর নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। বিগত নির্বচনে দলের ত্রুটি বিচ্যুতি পর্যালোচনা করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি মহোদয়ের সাথে আলোচন করে প্রার্থী নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধিমালা ও বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক পৌর নির্বাচনের সকল কার্য্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ২০ নভেম্বর সকল প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দলীয় কার্যালয়ে জমা দিবেন। আমরা বিশ্বাস করি আগামী পৌর নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরের প্রতিষ্ঠিত পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে আমাদের সকল প্রার্থী জয়ী হয়ে আসবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলেিগর যুগ্ন সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, সহ দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আবুল হাসানাত প্রমুখ।
কচুয়া ঃ সংবাদ সম্মেলনে উপস্থিত কচুয়া উপজেলা আও্রয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply