কচুয়া উপজেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটি সংবাদ সম্মেলন করেছে । এ উপলক্ষ্যে বিএনপির আয়োজনে ১৩ নভেম্বর শুক্রবার উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র হুমায়ুন কবির প্রধানের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান বলেন, দলের ত্যাগি ,নির্যাতিত কর্মীদের সমন্বয়ে বর্তমান আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ২০০৯ সালে প্রতিমন্ত্রী থাকাকালীন অকার্যকর একটি কমিটি করার পর দলের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দল তখন এক ব্যক্তির নির্দেশে চলত। বিএনপির কোন সাংগঠনিক কার্যক্রম ছিলনা। ১৭ অক্টোবর চাঁদপুর জেলা কমিটি পুর্বের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবির প্রধানকে আহবায়ক করে ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে । নেতা কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে ৬ নভেম্বর হাজীগঞ্জ প্রেস ক্লাবে কতিফয় বিএনপি নামধারী ব্যক্তি নব-গঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে। প্রভাবশালী জনৈক বিএনপি নেতার নির্দেশে কিছু লোক দিয়ে পদত্যাগের নামে নাটক করছে এবং আমাদের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এহেন কাজ থেকে দুরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি না করে,একটি শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারী সরকার পতনের লক্ষ্যে একত্রে কাজ করি। তিনি আরো বলেন, বিএনপির সকল নেতা কর্মীকে আসন্ন পৌরসভা নির্বাচনে একসাথে কাজ করার আহবান জানান। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, মোঃ মিজানুর রহমান পাঠান, পৌর আহ্বায়ক মোঃ নাছির আহমেদ মিলন, যুগ্ন আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম তাজির, আলী হোসেন মজুমদার, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম মোল্লা, যুবদলের সাংগঠনিক সম্পাদক হান্নান প্রধান, তাঁতী দলের সাধারন সম্পাদক এনাম প্রধান প্রমূখ ।
কচুয়া ঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আহবায়ক হুমায়ুন কবির প্রধান ।
Leave a Reply