কচুয়ায় ফারজানা আক্তার(২০) নামে গৃহবধুর আত্মহত্যা নিয়ে গুঞ্জন উঠেছে। উপজেলার সাচার ইউনিয়নের মঙ্গলমুড়া গ্রামে ১২ নভেম্বর বৃহঃবার রাতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। অভিযোগ মর্মে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ ফারজানাকে বাপের বাড়িতে বেড়াতে যেতে না দেওয়ায় ফারজানার মা শিরিন বেগম মেয়েকে নিতে মঙ্গলম–ড়া আসে। ফারজানার শশুর শাশুড়ী তাকে বেড়াতে যেতে না দিয়ে উল্টো ফারজানার শাশুড়ী তার মাকে মারধর করে । অবশেষে ফারজানা মা চলে গেলে ঐ দিন রাতে ফারজানা রাগে ক্ষোভে বিষপান করে। বাড়ীর লোকজন বিষপান করা ফারজানাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। নেওয়ার সময় পথিমধ্যে কুমিল্লা বিশ্বরোড নামক স্থানে ফারজানা মারা যায়।
এ ব্যাপারে ফারজানার বাবা জালাল ৪ জনকে আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আসামীরা হলেন, জামাল হোসেনের বাবা মোঃ ফজলুর রহমান, মা শাহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম ও কামরুল।
কচুয়া থানা পুলিশ ১৩ নভেম্বর শুক্রবার ফারজানা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার শশুর ফজলুর রহমানকে আটক করে।
প্রসংগত : প্রায় দেড়বছর পূর্বে সাচার উপজেলার মোহাম্মদ পুর গ্রামের জাল্লা আহমেদের মেয়ে ফারজানা আক্তারের সাথে কচুয়া উপজেলার মঙ্গলমুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে প্রবাসী জামাল হোসেনের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয়।
Leave a Reply