তৃনমূল পর্যায়ে সাংস্কৃতিক কর্মকান্ড ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । এ উপলক্ষে ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলা শিল্পকলা একাডেমী উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুধে শিল্পিদের অংশ গ্রহনে আবৃতি,অভিনয়,নৃত্য ও সংগীত বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।এসময় উক্ত বিষয়ে মেধাবী শিল্পিদের বাছাই করা হয় । এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার( ভ’মি) পুলক কুমার মন্ডল,শিল্পকলা একাডেমী চাঁদপুর জেলার কালচারল অফিসার আবু সালেহ মুহাম্মদ আবদুল্লাহ,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার,জেলা শিল্পকলা একাডেমীর সদস্য মৃনাল সরকার ও প্রতিটি বিষয়ের বিচরক মন্ডলী ।
কচুয়া: সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন ক্ষুধে শিল্পি ।
Leave a Reply