কচুয়ায় যৌতুকের জন্যে পান্না বেগম (৩০) নমের গৃহবধুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে ।উপজেলার কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া সেলিম মেম্বারের বাড়িতে রবিবার ২৫ অক্টোবর এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।থানা সুত্রে জানাগেছে বাসাবাড়িয়া গ্রামের বুজরত আলীর ছেলে জাকির হোসেন (স্বপন) একযুগ পূর্বে পাশ্ববর্তী তুলাতলী গ্রামের আবুল বাসারের মেয়ে পান্না বেগমকে বিয়ে করে।বিয়ের পর থেকে স্বপন তার স্ত্রী পান্না বেগমকে যৌতুকের জন্যে বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে।২২ অক্টোবর বৃহস্পতিবার সুজন তার বিয়ের দাওয়াত দিতে গেলে স্বপন ৭ হাজার টাকা যৌতুক দাবি করে ,যৌতুক দিতে অপরাগত প্রকাশ করায় তার বোনের উপর পাশবিক নির্যাতন করে পাষন্ড স্বামী।২৫ অক্টোবর রবিবার রাতে পান্না বেগমকে মারধর করে হত্যা করে। পরে স্বপন তার বাবা বুজরত আলী ও বোন নারর্গিস বেগম রাত ১২টার সময় লাশ পাশ্ববর্তী অবিনাশ ডাক্তারের বাড়ির সামনের রাস্তায় রেখে পালিয়ে যায় । ঘটনার পর থেকে স্বপন,তার বাবা বুজরত আলী,মা পলাতক রয়েছে ।
২৬ অক্টোবর সোমবার সকালে কচুয়া থানার পুলিশ পরিদর্শক সমসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করে। এ ব্যপারে পান্নার বাবা আলী আশ্রাফ বাদি হয়ে ৬ জনকে বিবাদী করে হত্যা মামলা দাে য়র করেছে ।
Leave a Reply