সৌদি আরব থেকে আবদুল আহাদ
আরবী তে মহারাজান।সমপ্রতি গত বুধ বার শুরু হয়ে শেষ হয় রবি বার ।সেখান থেকে ঘুরে আসা কিছু অভিজ্ঞাতার কথা জানাবো আপনাদের । তাদের ঐতিহ্য ও কালছার।সিয়া অধুষিত এলাকা ধাম্মাম প্রদেশের সাগর তীরে আল কাতিফ শহর। এখান কার সৌদিদের চলা ফেরা একটু আলাদা।অন্য এলাকায় সৌদি মহিলাদের চলা ফেরায় থাকে বাধ্যতামুলক কিছু সতর্কতা। এখানে দেখেছি একধম খোলামেলা চলা ফেরা।নেই হুজুর বা মোতাওয়াদের বাধ্যবাদকতা। এখানে এসে নতুন এক অভিজ্ঞতা হলো আযান শুনে এমন আযান আমার প্রথম শুনা।শিয়াদের আযান সুন্নি মুসলিমদের থেকে আলাদা। নামাজে ও আছে ভিন্নতা। মেলায় বিভিন্ন কনসার্ট গানের আসর। ছিলো অথিতি অপ্যায়ন । তুলে ধরাও হয়েছে তাদের পূর্ব পুরুষদের ঐতিয্য ছিলো হরেক রকম দোকান। বিনোদনের জন্য ছিলো বাচছাদের খেলা করার জন্য খেলনা বেলুন ও অনেক ধরনের সামগ্রী ।আরো ছিলো আরবের নামকরা শিল্পিদের ডেঞ্চ মনোরঞ্জন পরিবেশে উপস্থাপন করে মন জুড়িয়েছে সবার।
Leave a Reply