কচুয়ায় প্রথমিক বিদ্যালয়ে অধয়নরত দুই শিশুকে অপহরণের অভিরযাগ পাওয়া গেছে । উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অপহরণের ঘটনা ঘটে।অভিযোগ মর্মে জানা গেছে ৬ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে নয়টায় ওই গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের দুই শিশু সাথী (১০)ও সাজ্জাদ(৮) নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার সময় অপহরণ করে নিয়ে যায় ।অনেক খোজা খুজি করে না পেয়ে একই বাড়ির আলম,তার স্ত্রী বকুল বেগম ও আয়েশা বেগমকে সন্দেহ করে এলাকাবাসী । এ ব্যপারে ৭ অক্টোবর বুধবার সকালে শিশু দুটির চাচা জলিল মেম্বার এলাকায় সালিশ বৈঠক ডাকেন। এলাকার মানুষ ও স্কুলের ছেলে মেয়েদের কথার উপর ভিত্তি করে সালিশীদের জিজ্ঞাসাবাদে আলম,তার স্ত্রী বকুল বেগম ও আয়েশা বেগম অহরনের কথা স্বীকার করে।এসময় শালিস বৈঠকে উপস্থিত ছিলেন ওই গ্রামের আবুল হোসেন,মিলন মিয়াজী,মহিন,আ:রশিদ,তৈয়ব আলী,মজিবুল হক,আলী মিয়া,মকবুল হোসেন,জসিমউদ্দিন প্রমূখ। এ ব্যপারে প্রবাসী শাহ আলমের বড় ভাই আ: জলিল মেম্বার ৭অক্টোবর বুধবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রসংগত প্রবাসী শাহ আলমের স্ত্রী শাহীনুর বেগম ৮ সেপ্টেম্বর এক শিশু সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে কাউকে না বলে রাতের অন্ধকারে চলে যায়। তারপর ডাকযোগে প্রবাসী স্বামীকে ডিভোর্স করে ।
Leave a Reply