উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কচুয়ায় উপজেলায় ঈদ আনন্দ উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার ২৬ সেপ্টেম্বর শনিবার সাইকেল, মোরগ লড়াই, চেয়ার দখল, বালিশ দখল, হাঁসধরা, কলাগাছে আরোহন ও যেমন খুশী তেমন সাজ ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় ঝিলমিল সাংস্কৃতিক সংঘঠনের শিল্পিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ।
কচুয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ ঈদ আনন্দ উৎসবের সবচেয়ে আকর্ষনীয় প্রতিযোগিতা হচ্ছে সাইকেল। সকাল পৌনে ১০ টায় ক গ্রুপের (১৪ থেকে ২৪ বছর) এবং সকাল সোয়া ১০টায় খ গ্রুপের (২৫ থেকে তদুর্ধ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাচার-কচুয়া ও কচুয়া সাচার সড়কের উভয় পাশে শত শত লোকজন হাত নেড়ে অভিনন্দন জানিয়ে সাইকেল প্রতিযোগীদের উৎসাহিত করে। সাইকেল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হচ্ছে- যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা। প্রতিযোগিতা উদ্বোধন করেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রতিযোগিতা শুরু হয় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাস ষ্টেশন থেকে। প্রতিযোগীতার গন্তব্যস্থান ছিল প্রায় ৩০ কিলোমিটার দুরত্বে কচুয়া উপজেলার উত্তর প্রান্তে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
দ্বিতীয় পর্বে দুপুর আড়াই টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় -অন্যান্য প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে-স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কৃষক-শ্রমিক সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ।
Leave a Reply