উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেছেন সমাজের সচতন ও বৃত্তবানরা পরিকল্পিত পদ্বতি গ্রহন করে যার ফলে তাদের পরিবারে সদস্য সংখ্যা কম থাকায় তারা আদর্শ দম্পতি হিসাবে স্বীকৃতি লাভ করে। তাই পরিকল্পিত পরিবারই সমাজে শ্রেষ্ঠ । তিনি ১৭ সেম্ম¦বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বেসকারি সংস্থ্যা ব্রাক ও ইউএসএআইডির সহযোগীতায় কচুয়ায় সুখি আদর্শ দম্পতিকে সম্মনান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কৃষ্ণ সাহার সভাপ্রধানে সম্মনান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ’মি) পলক কুমার মন্ডল, মেডিকেল অফিসার আ: মান্নান ,ব্রাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক আবুল বাসার,ব্রাক স্বাস্থ্য পূষ্টি ও জনসংখ্যা জেলা ব্যবস্থাপক বিদ্যুত চন্দ্র মিস্ত্রি,উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন,কচুয়া প্রজেক্ট অফিসার ইউসুফ আলী প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুখী আদর্শ ৫জন দম্পতিকে সম্মনান ক্রেস্ট প্রদান ও নগদ অর্থ প্রদান করেন ।
কচুয়া: সুখী আদর্শ দম্পতিকে সম্মনান প্রদান ক্রেস্ট প্রদান
Leave a Reply