1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

কৃষকই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রাপান্তরের সারথী: ড.মহীউদ্দীন খান আলমগীর

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।কৃষিকাজের সাথ সম্পৃক্ত সার, বীজ এখন পর্যাপ্ত। ফলে ফলনের পরিমান বেড়ে চলছে। আমরা এখন চাল রপ্তানী করছি । এত সব সাপল্য সবই আমাদের দেশের কৃষকদের অবদান । বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পাবে । তাই বাংলাদেশের কৃষকই দেশকে মধ্যম আয়ের দেশে রাপান্তরের সারথী। তিনি ১৬সেপ্টেম্বর  বুধবার কৃষি ব্যসায়ীদের মত বিনিময় সভায় টেলিকনফেরান্সে কৃষি,সার কীটনাশক ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা কৃষি ব্যবসায়ী সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন,কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি ইসমাইল মিয়া,কচুয়া বার্তার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো: আলমগীর তালুকদার। এসময় অন্যান্যেও মধ্যে  বক্তব্য রাখেন বিসিআইসির সার ডিলার  আ: খালেক,আলাউদ্দিন,সোহাগ খান মাও: ফিরোজ সরকার,আবু তাহের প্রমূখ।
অনুষ্ঠানে কৃষি ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে সভাপতি  বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন সিকদার অতিথিদেরকে মুক্তিযোদ্বার উপর লেখা  বই উপহার দেন।

kachua photo-2
কচুয়া : কৃষি ব্যসায়ীদের মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার