কচুয়া উপজেলার রহিমানগরে কফি হাউজের উদ্বোধন করা হয়েছে।১সেপ্টেম্বর মঙ্গলবার রহিমানগর ডিগ্রি কলেজ সংলগ্ন ছলিম উল্যা সুপার মার্কেটে নীচ তলায় “ রহিমানগর কফি হাউজ’’এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ফিতা কেটে কফি হাউজের উদ্বোধন কচুয়া বার্তার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামি ব্যাংক রহিমানগর শাখা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ,প্রাক্তন ইউপি চেয়ারম্যান শহিদউল্যাহ,বাজার ব্যবসায়ী মোঃ খোকন মিয়া,জাহাঙ্গীর আলম,ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী,কফি হাউজেরব্যবস্থপনাপরিচালকদিদারগাজী,পরিচালকহাবিবগাজী,সোহেল,পিয়াস,মাসুদ১,মাসুদ ২,এমরান হোসেন,সেলিম,বাবু,ফারুক,শরীফ,সুফিয়ান.সবুজ,সাফা,পাবেল,গিয়াসউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের খতিব মাওঃ ছিদ্দিকুর রহমান।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দিদার গাজী বলেন আধুনিক মানসম্মত সব ধরনের ফাস্ট ফুড, ফিজা,রোলার,বার্গার,লাচ্ছি,সব ধরনের কফি,চমুছা,বিদেশী চকলেট পাওয়া যাবে ।স্কুল কলেজের শিক্ষার্থীদেও কথা চিন্তা করে ভাল মানের ফাস্ট ফুডের জন্যে আমাদের এ প্রয়াস।
ছবিঃ কচুয়া রহিমানগর কফি হাউজের উদ্বোধন করছেন কচুয়া বার্তার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর তালুকদারসহ অতিথি বৃন্দ।
Leave a Reply