চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, গুনগত শিক্ষাই আলোকিত সমাজ গড়তে পারে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে গুনগত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর শিক্ষার জন্যই সারা দেশে কিংবদন্তী হয়ে থাকবেন। ৩০ জুলাই রবিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে কালে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপ্রধানে ও ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলালের পরিচালনায় প্রধনি অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, মাদকের সাথে কোনো আপোষ নেই, যারা মাদক সেবন করে ও বিক্রি করে তাদের সাথে কেউ কোনো সম্পর্ক রাখবেন না। তাদের ব্যাপারে কোনো তদবির চলবে না। তাহলেই সম্মিলিত ভাবে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন,ওসমান গনি মোল্লা,কচুয়া বার্তা সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ডা: প্রান ধন দেব ,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার প্রমুখ।
কচুয়াঃ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির – জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডকে ফুল দিয়ে বরন করছেন কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদারসহ পত্রিকার সাংবাদিকবৃন্দ ।
Leave a Reply