কচুয়ায় উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটর তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহকারিদের তথ্যের উপর ভিত্তি করে র্নিভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষে উপজেলা ব্যাপি ছবি তোলার কার্যক্রম সুষ্ঠভাবে চলছে। ২৪ আগস্ট সোমবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে ছবি তোলার কাজ শুরু হয়েছে। ওই বিদ্যালয়ে তিনটি বুথে ৫জন ডাটা এন্ট্রি অপারেটার,একজন সহকারি ডাটা এন্ট্রি হেলপার,একজন টেকনেকিল বিশেষজ্ঞ(সাপোর্ট) ও একজন টিম লিডার এবং উপজেলা নির্বাচন অফিসে তিনজন প্রুফ রিডার রয়েছে। সকাল ৯টায় থেকে শুরু করে বিরামহিন ভাবে ভোটার উপস্থিতি পর্যন্ত এই কার্যক্রম চলবে । এই কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলাদের উপস্থিতি সর্বাধিক লক্ষ করা গেছে । উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান- একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রমের প্রথম পর্যায়ের কাজ ১১ আগষ্ট সাচার ইউনিয়নে প্রথম পর্যায়ের ছবি তোলার কার্যক্রম শুরু হয় এবং ২ সেপ্টেম্বর টানা ২২দিন কাজ করে প্রথম পর্যায়ের ছবি তোলার কাজ সম্পন্ন হবে। দ্বিতীয় পর্যায়ে যাদের জম্ম ২০০০ সালের জানুয়ারি মাসে বা তার পূর্বে শুধু তারাই দ্বিতীয় পর্যায়ে ছবি সহ ভোটার হালনাগাদ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ছবি তোলার কাজ শুরু হবে ২২ অক্টোবর। ৪১ দিন কাজের মধ্যে দিয়ে ১ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।
কচুয়া: মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটর তালিকা কর্যক্রমের একাংশ ।
Leave a Reply