কচুয়ায় ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ বিশ্বাস করে রাজনীতির সাথে সস্ত্রাসের সংশ্লিষ্টতা নেই। সন্ত্রাস রাজনীতিকে কুলষিত করে,সমাজকে ধ্বংস করে। রাজনীতির পরিচয়ে সন্ত্রাসী চাঁদাবাজকে আওয়ামী লীগ সরকার প্রশ্রয় দেয় না। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করে কোমলমতি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘৃন্য কাজ।শিক্ষার সমাজ উন্ন্য়নের সিড়ি বলেই বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে।
ইতিমধ্যে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দোষাীদের গ্রেফতার করা হয়েছে এবং সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষাীদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে কোন সন্ত্রাসী এ ধরনের ঘৃন্যতম কাজ করার সাহস না পায়। এ জন্য স্ব-স্ব এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্বে জনমত গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন ১৪ আহস্ট ঘটনার সুত্রপাত ঘটলেও বিদ্যালয়ের পক্ষে থেকে তাৎক্ষনিক বিষয়টি ব্যাাপারে সহযোগীতা চাইলে এধরনের ঘটনা ঘটতো না। তিনি ১৯ আগস্ট বুধবার উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের পরিচালান পর্র্ষদের সভাপতি আঃ মুবিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন -উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মো: শাহাজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন চেয়ারম্যান,শহিদ দর্জি,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈমাম হোসেন সোহাগ,সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন মায়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয়।
কচুয়া: সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থীদের সান্তনা দিচ্ছেন – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply