কচুয়ায় চাঁদা না দেয়ায় স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ১৬ আগস্ট রবিবার উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে-ওই ইউনিয়নের সন্ত্রাসী মনির,লিটন,ফারুক শুক্রবার রাতে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের নিকট পাঁচ হাজার চাঁদা দাবি করে এবং নগদ একহাজার টাকা নিয়ে যায়। শনিবারে আবার চাঁদার জন্য এসে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারকে লাঞ্চিত করলে বিদ্যালয়ের হোস্টেল সুপার ফজলুর রহমান বাধা প্রদান করলে তাকে বেধড়ক মারধর করে ও দিগম্বর করে।
রোববার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক ও হোস্টেল সুপার ফজলুর রহমানের ওপর হামলার ঘটনা শুনে বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা সন্ত্রাসীদের শাস্তি দাবি করে মিছিল বের করলে সন্ত্রাসী ফারুক, লিটন ও মনির দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ৩০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে । আহতরা হলেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার, বিউটি আক্তার, শাবনুর, আরিফ হোসেন, পাখি আক্তার, সুজন, ৯ম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন, ৮ম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার, পপি আক্তার, রিপা আক্তার, খাদিজা আক্তার বৃষ্টি, ৭ম শ্রেণির শিক্ষার্থী শাকিলা আক্তার, সায়মা আক্তার, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, মীম ও ৫ম শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার প্রমূখ। তানিয়া নামে শিক্ষার্থী মাথায় গুরুতর আহত অবস্থায় কুমল্লিা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।এ ঘটানার খবর শুনে চাঁদপুরের জাতীয় গোয়েন্দা সংস্থার ডিএডি আবু হেনা ও এডি তাহাজ্জুদ হোসেন রাতে ঘটনার স্থল পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার আটজনকে বিবাদিী করে চাঁদাবাজির মামলা দায়ের করেছে । মামলা নং ৫, তারিখ ১৬.৮.২০১৫।কচুয়া থানা থানা পুলিশ এজহার নামিয় চার নং বিবাদী মোজাম্মেল হোসেকে সন্ধায় গ্রেফতার করেছে ।
কচুয়াঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের একাংশ।
Leave a Reply