1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৬০ভাগ জিপিএপাঁচ ৩জন

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

৯ আগস্ট রবিবার প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি পরিক্ষায় কচুয়ায় ১ হাজার ৮শত ৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ১ হাজার ১ শত ৩৩ জন পাশের হার শতকরা ৬০.৩৯ ভাগ। জিপিএপাঁচ পেয়েছে ৩জন। কচুয়ায় ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ শতকরা ৯৮.৮১ ভাগ পাশ করে ফলাফলের শীর্ষে রয়েছে। চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ শতকরা ৮৩.৩৩ ভাগ পাশ করে দ্বিতীয় স্থানে এবং আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শতকরা ৮১.৭৮ ভাগ পাশ করে তৃতীয় স্থানে রয়েছে।
ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে ৮৪জন পরীক্ষার্থী অংগ্রহন করে একজন জিপিএপাঁচসহ ৮৩ জন পাশ করেছে পাশের হার ৯৮.৮১ ভাগ, চাঁদপুর এমএখালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ৯০জন পরীক্ষার্থী অংগ্রহন করে ৭৫ জন পাশ করেছে পাশের হার ৮৩.৩৩ ভাগ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংগ্রহন করে একজন জিপিএপাঁচসহ ১৯৩ জন পাশ করেছে পাশের হার ৮১.৭৮ ভাগ, পালাখাল রোস্তুম আলী ডিগ্রি কলেজ থেকে ৪১২ জন পরীক্ষার্থী অংগ্রহন করে ২৪৯জন পাশ করেছে পাশের হার ৬০.৪৪ ভাগ, সাচার ডিগ্রি কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষার্থী অংগ্রহন করে ১৬৫জন পাশ করেছে পাশের হার ৫৯.৩৫ ভাগ, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে ৪৭৪ জন পরীক্ষার্থী অংগ্রহন করে একজন জিপিএপাঁচসহ ১৯২জন পাশ করেছে পাশের হার ৪০.৫০ ভাগ, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে ২৪৬ জন পরীক্ষার্থী অংগ্রহন করে ১৬০জন পাশ করেছে পাশের হার ৪০.১৫ ভাগ, নুরুল আজাদ কলেজ থেকে ৪০ জন পরীক্ষার্থী অংগ্রহন করে ১৬ জন পাশ করেছে পাশের হার ৪০.০০ ভাগ।
ফলাফলে বিশ্লেষনে দেখা যায় ড.মুনসর উদ্দিন মহিলা কলেজ,আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে একজন করে কচুয়াতে মাত্র তিনজন জিপিএ-৫ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার